ATK Mohun Bagan : এই তারকা বাগানেই থেকে যেতে পারেন

শেষ পর্যন্ত এটিকে মোহন বাগানেই থেকে যেতে পারেন সন্দেশ ঝিঙ্গান (ATK Mohun Bagan)।  ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকলেও হয়তো তাঁর যাওয়া হচ্ছে না। ফলে পুরনো ক্লাবেই…

Sandhesh Jhingan may stay at ATK Mohun Bagan

শেষ পর্যন্ত এটিকে মোহন বাগানেই থেকে যেতে পারেন সন্দেশ ঝিঙ্গান (ATK Mohun Bagan)।  ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকলেও হয়তো তাঁর যাওয়া হচ্ছে না। ফলে পুরনো ক্লাবেই দীর্ঘায়িত করতে পারেন চুক্তি।

Advertisements

ইউরোপের পেশাদার ফুটবলের স্বাদ আগেই পেয়েছেন সন্দেশ। এবার ভারতে আসার আগে তিনি ছিলেন HNK Sibenik ক্লাবে। সেখানে তেমন সুযোগ পাননি। সেই সঙ্গে ভবিষ্যত্ সম্ভাবনাও খুব একটা নিশ্চিত ছিল না। এই পরিস্থিতিতে ভারতে ফিরে এসেছিলেন। যোগ দিয়েছিলেন এটিকে মোহন বাগানে।

   
ISL
বিতর্ক সঙ্গে নিয়েই মাঠে সন্দেশ ঝিঙ্গান।

সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ, ভারতের তারকা ডিফেন্ডারের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে ইউরোপের তিনটি ক্লাবের প্রস্তাব। বাগানের পক্ষ থেকেও চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

Advertisements

যদিও ওপর একটি অংশের দাবি, সন্দেশের কাছে বিদেশি কোনো ক্লাবের প্রস্তাব এসে পৌঁছয়নি। ফলে আগামী মরসুমেও হয়তো তিনি ভারতেই থাকবেন। এবং সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবেন।

বিদেশের ক্লাবের থাকার সময় চোট সমস্যা তাঁকে ভুগিয়েছিল। এটিকে মোহন বাগানেও তাই। চোটের কারণে একাধিক ম্যাচে তিনি খেলতে পারেননি। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ফের ইউরোপে গিয়ে সন্দেশ যদি সফল হতে না পারেন তাহলে তার প্রভাব কেরিয়ারে পড়তে পারে। অভিজ্ঞ ফুটবলার নিশ্চই সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবেন।