East Bengal : এখনও দর কষাকষি চলছে ক্লাবে

চূড়ান্ত সই সংবাদ এখনও পাওয়া যায়নি। ক্লাব এবং বিনিয়োগকারীর দিকে তাকিয়ে রয়েছেন লাল হলুদ (East Bengal Club) জনতা। ইতিমধ্যে খুলে গিয়েছে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। কিন্তু…

চূড়ান্ত সই সংবাদ এখনও পাওয়া যায়নি। ক্লাব এবং বিনিয়োগকারীর দিকে তাকিয়ে রয়েছেন লাল হলুদ (East Bengal Club) জনতা। ইতিমধ্যে খুলে গিয়েছে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। কিন্তু ক্লাবের তরফে এখনও করা হয়নি ঘোষণা।

বেশ কিছু দিন হল নবান্নের সাংবাদিক সম্মেলনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি পথ চলা শুরু করেছিল। অনেকে মনে করেছিলেন শীঘ্রই ক্লাবের তরফে ভালো কিছু ঘোষণা করা হবে। কিন্তু এই আশা এখনও পূরণ হয়নি।

   

ক্লাবের অন্দরের খবর, ক্লাব এবং কোম্পানির মধ্যে কথা হয়েছে। শেয়ার নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোনো পক্ষই এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বলেই খবর। 

কার ভাগে কতো শতাংশ শেয়ার থাকবে সেটা অন্যতম গুরুতবপূর্ণ বিষয়। ফুটবল প্রেমী সকলেই তাকিয়ে থাকেন এ এদিকে। দল গঠনের কাজ কিছুটা এগিয়ে রেখেছিলেন লাল হলুদ কর্তারা। কাজ এখনও বাকি। সিদ্ধান্ত নিতে যতো দেরি হবে ততই বয়ে যাবে সময়। উদ্বেগ বাড়বে ক্লাব সমর্থকদের মধ্যে।