TMC: একুশে জুলাই সমাবেশের জন্য চাঁদা নিলেই দল থেকে তাড়ানো হবে: অভিষেক

কোভিডের রাশ আলগা হতেই ফের ধর্মতলায় ২১ জুলাই অভিযানের কথা ঘোষণা করল (TMC) তৃণমূল কংগ্রেস। তবে এবারের সমাবেশের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে…

কোভিডের রাশ আলগা হতেই ফের ধর্মতলায় ২১ জুলাই অভিযানের কথা ঘোষণা করল (TMC) তৃণমূল কংগ্রেস। তবে এবারের সমাবেশের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে শাসকদল। টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সমাবেশ উপলক্ষে চাঁদাবাজি চলবে না। চাঁদা নিলে দল থেকে বহিষ্কার করা হবে।

গত লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে দারুণ বিপর্যয় ঘটেছে তৃণমূলের। সেইসঙ্গে জঙ্গলমহলের একাধিক আসন হারাতে হয়েছে ঘাসফুল শিবিরকে। বিধানসভা নির্বাচনে ২৩৪ টি আসন পেলেও উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে চিন্তিত দলের নেতারা । তাই এখন থেকেই দুই জায়গাতে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

   

সাংবাদিক বৈঠকে তৃ়ণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, এবার একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের বাসিন্দারা যাতে বেশি করে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কারণ, ধর্মতলার সমাবেশে এসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার ইচ্ছা থাকে উত্তরের নেতা-কর্মীদের। তবে ওইদিন উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার জন্য ঠিক কী বন্দোবস্ত করা হবে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলের সভায় জানিয়ে দিয়েছেন, একুশে সমাবেশের জন্য ১০ পয়সাও চাঁদা নেওয়া যাবে না। যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। ২৪ ঘণ্টার মধ্যে হবে বহিষ্কার।

উল্লেখ্য, প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী দিনে দলের পদক্ষেপ স্থির করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধী দলগুলির বিরুদ্ধে কর্মীদের কর্মসূচি ধর্মতলার মঞ্চ থেকে স্থির করে দেন দলনেত্রী। গত দুই বছর ভার্চুয়ালি এই সভার আয়োজন করেছিল তৃণমূল। তারপর রাজ্য থেকে বেরিয়ে তৃণমূলের সম্প্রসারণ শুরু হয়েছে। তাই দলের নেতারা এবার চান রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলায় জমায়েত হোক।