National Herald: পুলিশ কর্মীর কলার ধরলেন কংগ্রেস নেত্রী, ভাইরাল

  ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিকে রাহুল গান্ধীকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা নিয়ে কংগ্রেস দল সারা…

 

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিকে রাহুল গান্ধীকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা নিয়ে কংগ্রেস দল সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করছে।

   

এই বিক্ষোভের প্রেক্ষিতে বৃহস্পতিবার হায়দ্রাবাদে কংগ্রেস দলের কর্মীরা “রাজভবন চলোর” ডাক দেন এদিকে বিক্ষোভের সঙ্গে যুক্ত প্রবীণ কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীকে নিজেদের হেফাজতে নিতে চায় সেখানে উপস্থিত পুলিশ বাহিনী। এ সময় তাকে এক পুলিশ সদস্যের কলার ধরে হুমকি দিতে দেখা যায় একটি ভিডিওতে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রতিবাদস্থলের সেই ভিডিও। যদিও পরে রেণুকা চৌধুরীও এ বিষয়ে তাঁর ব্যাখ্যা পেশ করেছেন।

বৃহস্পতিবার হায়দরাবাদে কংগ্রেস দলের ‘চলো রাজভবন’ অভিযানের অংশ হিসাবে ভাইরাল হওয়া কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীর ভিডিওটি প্রায় ৪৩ সেকেন্ডের। তাতে দেখা যাচ্ছে, ওই পুলিশকর্মীর সঙ্গে বচসা করছেন তিনি। এর পর এক মহিলা পুলিশ অফিসার তাঁদের টেনে নিয়ে যাচ্ছেন পুলিশ ভ্যানের দিকে। সাব-ইনস্পেক্টরের অভিযোগের ভিত্তিতে রেণুকা চৌধুরীর বিরুদ্ধে আইপিসির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি কাজে কাজে বাধা দেওয়া ও আক্রমণ করার জন্য এই ধারা জারি করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেন, ‘আমি হামলা করিনি। আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি এর মুখোমুখি হব। এটা আইন। আমি কিছুই করিনি। তিনিও কখনো আমার সাথে কিছু করেননি। আমি ভারসাম্য হারিয়ে ফেলছিলাম, তাই আমি তাকে ধরেছিলাম। আমাদের পিছন থেকে ধাক্কা দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি এগিয়ে গেলেন তাই নিজেকে স্থির রাখার জন্য আমাকে তাকে ধরে রাখতে হয়েছিল। “