Bengal BJP: গ্রুপ ছাড়লেন আরও এক বিজেপি নেতা, বিজেপিতে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল

সুকান্ত মজুমদার বনাম দিলীপ ঘোষ। বিজেপির (BJP)অন্দরে চলতে থাকা এই ঠাণ্ডা লড়াই বারবার প্রকাশ্যে এসেছে। বঙ্গ বিজেপিতেই প্রাক্তন এবং নতুনদের মধ্যে আড়াআড়ি ভাগ নিয়ে রাজনৈতিক…

BJP spokesperson Mohit Roy

সুকান্ত মজুমদার বনাম দিলীপ ঘোষ। বিজেপির (BJP)অন্দরে চলতে থাকা এই ঠাণ্ডা লড়াই বারবার প্রকাশ্যে এসেছে। বঙ্গ বিজেপিতেই প্রাক্তন এবং নতুনদের মধ্যে আড়াআড়ি ভাগ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা হয়েছে। এরই মধ্যে বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দলের মুখপাত্র মোহিত রায় (Mohit Roy)। তাতে দুই শিবিরের কোন্দল আরও স্বচ্ছ হয়েছে।

Advertisements

জেপি নাড্ডার সফরেই পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা তুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ শিবিরে এটা নিয়ে আলোচনা হলেও, সুকান্ত শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি জবাবি ভাষণে এই প্রসঙ্গ এড়িয়ে যান রাজ্য বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

   

এই নিয়ে কার্যনির্বাহী গ্রুপে উল্লেখ করেন মোহিত রায়৷ সঙ্গে সঙ্গে আইটি সেলের গ্রুপের সেটিংস বদলে দেওয়া হয়। শুধুমাত্র অ্যাডমিনরা মেসেজ করতে পারবেন। এর পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন মোহিত রায়।

Advertisements

গত কয়েক মাস ধরেই সাংগঠনিক রদবদল সহ একাধিক ইস্যুতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন একাধিক বিজেপি নেতা৷ এই তালিকায় রয়েছে শান্তনু ঠাকুর, সৌমিত্র খাঁ, হীরণ চট্টোপাধ্যায় সহ অনেকেই। যদিও পরে দলের তরফে ড্যামেজ কন্ট্রোল করে দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে বিক্ষুব্ধ শিবিরের লোকসংখ্যা বাড়তে থাকায় চাপ বাড়ছে মুরলীধর সেন লেনের।