লাভের লাভ হচ্ছে। কোষাগারে ঢুকছে বিপুল অর্থ। ইউক্রেন যুদ্ধের (Ukraine War) কারণে জ্বালানি তেল বিক্রি বেড়েছে ইরানের। আল জাজিরার খবর, ইউক্রেন যুদ্ধের প্রভাব ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি বেশি হচ্ছে বলে দাবি করল ইরান।
ইরনা (IRNA) জানাচ্ছে, দেশ থেকে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও ঘনীভূত গ্যাস বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। এই পরিসংখ্যান আগের তুলনায় বেশি।
ইরান পেট্রোলিয়াম মন্ত্রক জানাচ্ছে, গত বছরের একই সময়ের তুলনায় এখন ৪০ শতাংশ বেশি অপরিশোধিত খনিজ তেল, প্রাকৃতিক ও ঘনীভূত গ্যাস বিক্রি বেড়েছে।
আল জাজিরার জানাচ্ছে, ইরানের উপর এখনও মার্কিন যুক্তরাজ্য নিষেধাজ্ঞা জারি আছে। তার পরেও বিভিন্ন দেশ ইরান থেকে সস্তায় তেল ও জ্বালানি সংগ্রহ করছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাসনে জ্বালানি তেল বিক্রি ৪০ শতাংশ বেড়েছে।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে মস্কো। রুশ জ্বালানির উপর বিশ্ব অনেকটা নির্ভরশীল। তাদের উপর নিষেধাজ্ঞা জারি হতেই ইরানের তেল বাণিজ্যে গতি এসেছে। তবে এখানেও মার্কিন নিষেধাজ্ঞা। সেই ইরান থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতে পারেনা বিভিন্ন দেশ।