দেশে ফের একবার কোভিডের গ্রাফ বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন, যা শুক্রবারের চেয়ে ৯ দশমিক ৮ শতাংশ বেশি।
জানা গিয়েছে, ৮৪.০৮% কোভিডের মামলা পাঁচটি রাজ্য থেকে রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রতেই ৩৬.৯৯% কোভিডের গ্রাফ বেড়েছে। মহারাষ্ট্রে ৩,০৮১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্র ছাড়াও কেরলে ২,৪১৫ জন, দিল্লিতে ৬৫৫ জন, কর্ণাটকে ৫২৫ জন এবং হরিয়ানায় ৩২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৭৫৭ জনে। ভারতে এখন সুস্থতার হার ৯৮.৬৯%।
গত ৭ জুন মহারাষ্ট্রেও এক মহিলার বিএ.৫ ভ্যারিয়েন্ট পাওয়া যায়। চিন্তার বিষয়, রাজ্যে ফের বিএ ফাইভ ভ্যারিয়েন্টের রোগী পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে গত ২৮ মে মহারাষ্ট্রে বিএ-৪-এর চার জন এবং বিএ-৫-এর তিন জন রোগী শনাক্ত হন। দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ওমিক্রন বিএ ৪ ও বিএ-৫-এর সাব-ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। এদিকে করোনার গ্রাফ ফের একবার নতুন করে বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে সকলের।