Curfew Imposed in Jammu: জম্মুতে জারি কার্ফু, নামল সেনা

স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট থেকে সাম্প্রদায়িক বিদ্বেষ। জম্মু-কাশ্মীরের দোদা জেলার (Doda District) ভাদেরওয়াহ শহরে কার্ফু জারি করল প্রশাসন৷ সেইসঙ্গে নামল সেনাও। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো…

Curfew Imposed in Jammu

স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট থেকে সাম্প্রদায়িক বিদ্বেষ। জম্মু-কাশ্মীরের দোদা জেলার (Doda District) ভাদেরওয়াহ শহরে কার্ফু জারি করল প্রশাসন৷ সেইসঙ্গে নামল সেনাও। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, কড়া নজরদারি চলছে৷ কোনরকম ঘটনা ঘটলেই পদক্ষেপ নেওয়া হবে৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷ এমনকি কোনও ব্যক্তি যদি নিজের হাতে আইন তুলে নেন, তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে৷

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জম্মুর ভাদেরওয়াহ শহরের একটি মসজিদ থেকে বিশেষ ঘোষণা করা হচ্ছে। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই শহরে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। 

Advertisements

অন্যদিকে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে জম্মু-কাশ্মীরের রামবান জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনটাই জানালেন ওই জেলার ডেপুটি কমিশনার