ভারতের দাপুটে জয় দেখল সল্টলেক স্টেডিয়ামের ভরা গ্যালারি। বুধবার জোড়া গোলে জিতেছে দল। সেই সঙ্গে ক্লিন শীট। সব মিলিয়ে কম্বোডিয়ার বিরুদ্ধে (India vs Combodia) প্রত্যাশিত জয় পেয়েছে ভারত।
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে এদিন কম্বোডিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। সুনীল ছেত্রীকে সামনে রেখেই দল সাজিয়েছিলেন কোচ ইগোর স্টিমাচ। প্রীতম কোটাল এবং শুভাশীষ বসুকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন। তাতেও অবশ্য জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি ভারতের।

ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল পায় ভারত। পেনাল্টি কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর দ্বিতীয় গোলটি বিরতির পর, ৬০ মিনিটে। ডান প্রান্ত থেকে ব্র্যান্ডনের বাড়ানো বল থেকে হেড করে গোল করেছেন ভারতের অভিজ্ঞ ফরোয়ার্ড।
বিগত প্রস্তুতি ম্যাচগুলোতে প্রত্যাশিত ফর্মের ধারেকাছেও ছিল না ভারত। দলের ফুটবল হতাশ করেছিল ফুটবল প্রেমীদের। কিন্তু এদিনের খেলায় ফের দেখা গিয়েছে আশার আলো। গ্রুপের প্রথম ম্যাচে এসেছে জয়।