Hira Mondal: বাজারে বাড়ছে হীরার দর

গত মরসুমে অনবদ্য পারফরম্যান্সের রেশ এখনও রয়েছে। হীরা মন্ডলকে (Hira Mondal) কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উন্মাদনা ক্রমে বাড়ছে। আগামী দিনে তিনি কোন দলে যাবেন সে…

hira mondal

গত মরসুমে অনবদ্য পারফরম্যান্সের রেশ এখনও রয়েছে। হীরা মন্ডলকে (Hira Mondal) কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উন্মাদনা ক্রমে বাড়ছে। আগামী দিনে তিনি কোন দলে যাবেন সে ব্যাপারে এখনও মেলেনি সদুত্তর, সাসপেন্স।

হীরা মন্ডলকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ভারতীয় ফুটবলারের একাধিক দল। যার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল (East Bengal)। বাংলার ফুটবল প্রেমীরা হীরার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে রয়েছেন।

   

Hira Mondal

হীরার মন্ডলকে ধরে রাখার জন্য আগেই প্রস্তাব পাঠিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। পিছিয়ে ছিল না অন্যান্য দলগুলিও। তারাও এই বঙ্গ সন্তানকে দলে টানার চেষ্টায় রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী হীরার কাছে নতুন করে অফার পাঠিয়েছে লাল হলুদ ক্লাব। যেটা আগের থেকেও ভালো।

সব মিলিয়ে দল বদলের বাজারে হীরা মন্ডলকে নিয়ে ক্রমে বাজার গরম হচ্ছে। হীরা নিজে অবশ্য এখনও মুখ খোলেননি। একজন পাকা পেশাদার ফুটবলারের মতো বিচার করে দেখেছেন সব দিক। ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।