Bayern Munich : ব্রাজিলে ভারতের মুখ উজ্জ্বল করবো, বললেন হাওড়ার শুভ

ব্রাজিলে গিয়ে পৌঁছেছেন হাওড়া শলকিয়ার শুভ পাল। সেখানে গিয়ে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়ে মাঠে নামার কথা রয়েছে…

Bayern Munich : ব্রাজিলে ভারতের মুখ উজ্জ্বল করবো, বললেন হাওড়ার শুভ

ব্রাজিলে গিয়ে পৌঁছেছেন হাওড়া শলকিয়ার শুভ পাল। সেখানে গিয়ে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। বায়ার্ন মিউনিখের (Bayern Munich) হয়ে মাঠে নামার কথা রয়েছে তাঁর। 

ব্রাজিলে পৌঁছে শুভ বলেছেন, ‘কোচ, প্রশিক্ষক, ফিজিও, টিম সুদেভা, আমরা সতীর্থরা এবং বন্ধুরা, আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমি তোমাদের এবং ভারতকে গর্বিত করবো ব্রাজিলের মাটিতে।’

Bayern Munich
বাড়িতে পরিবারের সঙ্গে শুভ পাল।

সোতেরটি দেশ থেকে ২০ জন তরুণ ফুটবলার নিয়ে একটি স্কোয়াড গড়েছে বায়ার্ন মিউনিখ। দলের নাম দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখ ওয়ার্ল্ড স্কোয়াড। ব্রাজিলে গিয়ে কিছু প্রীতি ম্যাচে অংশ নেবে বায়ার্নের এই বিশেষ স্কোয়াড। 

Advertisements

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে বসবে বিশেষ ম্যাচের আসর। শুভরা মোট নয় দিন থাকবেন ব্রাজিলের রাজধানী শহরে। সেখানে বয়স ভিত্তিক বিভিন্ন দলের বিরুদ্ধে তাঁরা খেলবেন। 

কম বয়সে নিজের ফুটবল প্রতিভাকে চিনিয়েছেন হাওড়ার শালকিয়ার শুভ পাল। সুদেভা দিল্লির হয়ে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচে খেলেছেন। গোলও করেছেন কিছু। ভারতের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের হয়েও ম্যাচ খেলেছেন। এবং গোল করেছেন।