ATK Mohun Bagan : নিঃশব্দে খসড়া চুক্তি চলে গিয়েছে বিদেশিদের কাছে

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে একাধিক বিদেশি ফুটবলারের। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ক্লাব ছেড়েছেন। তিরিও সম্ভবত থাকছেন না। তাঁদের বদলি…

Mohun Bagan

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে একাধিক বিদেশি ফুটবলারের। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ক্লাব ছেড়েছেন। তিরিও সম্ভবত থাকছেন না। তাঁদের বদলি কে হবেন সে বিষয়ে কৌতূহল রয়েছে।

Advertisements

দল বদলের বাজারে আলোচনার আড়ালে রয়েছে এটিকে মোহন বাগান। তবে হাত গুটিয়ে বসে নেই টিম ম্যানেজমেন্ট। নিজেদের কাজ তারা ঠিকই করছেন। বলা ভালো নিঃশব্দে নিজেদের কাজ করে চলেছেন কর্তারা।

   

ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে তিনজন বিদেশিকে ইতিমধ্যে চিহ্নিত করেছে বাগান। তাঁদের প্রত্যেকের কাছে খসড়া চুক্তি পত্র হয়তো পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে।

Advertisements

ডেভিড উইলিয়ামস এশিয়ান কোটার ফুটবলার ছিলেন। তাঁর অবর্তমানে একজন এশিয়ান কোটার বিদেশি দরকার। সম্ভবত সেই বিভাগে একজন বিদেশি ডিফেন্ডারকে নিতে পারে ক্লাব। এছাড়াও একজন নামী স্ট্রাইকার সবুজ মেরুন শিবিরের পছন্দের তালিকায় রয়েছেন বলে খবর। এবং একজন বিদেশি মিডফিল্ডার।