তথাগত রায় (Tathagata Roy) খুশি। কারণ কেন্দ্রীয় বিজেপি (BJP) নেতৃত্ব ভালো করে টাইট দিয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তবে এই খুশির খবরেও কোনও কটাক্ষ নেই তথাগতর। তবে জানিয়েছেন ভবিষ্যতে দরকার হলে পুরনো ভূমিকায় তিনি অবতীর্ণ হবেন। যে ভূমিকা নিয়ে বারবার দিলীপ ঘোষকে কটাক্ষ করতেন। বলেছিলেন ফিটার মিস্ত্রি।
দিলীপ-তথাগত সম্পর্ক ও বাকযুদ্ধ বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছে বারবার। তথাগত তাঁর টুইটে দিলীপ ঘোষকে ফিটার মিস্ত্রি বলায় দিলীপের জবাব ছিল মদ্যপ। আপাতত তেমন কোনও যুদ্ধ নেই দুপক্ষের।তবে তথাগত আগেই বলেছে বিধানসভা ভোটে সরকার গড়তে না পারায় বিজেপি যে রাজ্যে ফের বিলীন হতে চলেছে। তাঁর অভিযোগ দিলীপ ঘোষ ও তার গোষ্ঠি এর জন্য দায়ি।
বারবার গরম কথা বলে দলকে বিব্রত করয় সতর্ক বার্তা পেয়েছেন দিলীপ ঘোষ। তিনি আপাতত ভিন রাজ্যে সংগঠন দেখবেন। তাই দলের ভুল দেখিয়ে দেওয়ার কাজ আর করবেন না বলেই ঘোষণা করলেন তথাগত রায়। ট্যুইটারে নিজের পরিচিতি বদল করার সিদ্ধান্ত নিলেন তিনি। তিনি জানিয়েছেন, দেরিতে হলেও কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র দিলীপ ঘোষ নয়, তথাগতর তালিকায় ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরাও ছিলেন।
দলের কার্যপ্রণালী নিয়ে একাধিকবার সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্য বিজেপি সভাপতির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে সরব হন তথাগত রায়ের বিরুদ্ধে। যে কারণে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। তাই দিলীপকে দলের বিরুদ্ধে মন্তব্য করতে মানা করেন কেন্দ্রীয় নেতৃত্ব।
ত়থাগত রায় বলেছেন, আপাতত নীরবতা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। পরবর্তীতে নিজের সিদ্ধান্ত থেকে সরে ফের সমালোচক হয়ে উঠতে পারেন তিনি। পরে যে তিনি দিলীপ ঘোষকে ফের খোঁচবেন তাও স্পষ্ট।