অনলাইনে অর্ডার করলেই মেলে হোম ডেলিভারি (Home delivery)। এর জন্য রয়েছে বিশেষ অ্যাপ। এবার এক বেসরকারি সংস্থা জানাল অর্ডার দেওয়ার ১০ মিনিটের মধ্যে বাড়িতে চলে যাবে মদ। সারা দেশে এই পরিষেবা এই প্রথম।
সম্প্রতি শহর কলকাতায় এই পরিষেবা আনতে চলেছে হায়দ্রাবাদের একটি স্টার্ট আপ সংস্থা। বুজি নামক অ্যাপের মাধ্যমে হবে ডেলিভারি। গ্রাহকের থেকে সবচেয়ে কম দূরত্বের দোকানের সন্ধান করবে অ্যাপটি। সেখান থেকে ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে পরিষেবা।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আবগারি দফতরের তরফে মিলেছে ছাড়পত্র৷ ওই সংস্থার তরফে জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের মদ্যপান থেকে দূরে রাখা এবং অতিরিক্ত মদ্যপান থেকে মানুষকে দূরে রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে অন্যান্য অ্যাপ সংস্থার থেকে বুজি আলাদা কিছু নয়। তবে কৃত্রিম উপায়ে যেভাবে মাত্র ১০ মিনিটের মধ্যে ক্রেতাদের বাড়িতে পৌঁছে যাবে, সেই ভাবনা একেবারেই আলাদা।