Indian Super League: আলাদা দুটো দল তৈরি করতে পারে East Bengal ক্লাব

টুর্নামেন্ট ভেদে দল গড়তে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার ফুটবল মহলে এমন জল্পনা তুঙ্গে উঠেছে। মনে করা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের জন্য এবং অন্যান্য টুর্নামেন্টের…

East Bengal supporter

short-samachar

টুর্নামেন্ট ভেদে দল গড়তে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার ফুটবল মহলে এমন জল্পনা তুঙ্গে উঠেছে। মনে করা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের জন্য এবং অন্যান্য টুর্নামেন্টের জন্য পৃথক দল তৈরি করতে পারে ইস্টবেঙ্গল।

   

সামনের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও অন্যান্য টুর্নামেন্টে দল নামাতে পারে লাল হলুদ শিবির। যার মধ্যে কলকাতা ফুটবল লিগ, দুরান্ড কাপ এবং শিল্ডের প্রতিযোগিতা রয়েছে। প্রতি প্রতিযোগিতাতেই ক্লাব কর্তারা দল নামাতে চাইছেন বলে আগেই শোনা গিয়েছিল। শনিবার সন্ধ্যা থেকেই সেই সম্ভাবনা ক্রমে জোরালো হয়েছে।

ট্রান্সফার উইন্ডো খোলার আগে বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। যার মধ্যে বেশিরভাগ ফুটবলারের আই এস এল খেলার অভিজ্ঞতা নেই। তখন প্রশ্ন উঠেছিল যে এরকম দল তৈরি হলে ভারতের সর্বোচ্চ লিগে ইস্টবেঙ্গল আদৌ ছাপ ফেলতে পারবে কি না।সময় গড়ানোর সঙ্গে ফুটবল মহলে গুঞ্জন, সবরকম টুর্নামেন্টের কথা মাথায় রেখে ক্লাবের এই উদ্যোগ। ঘরোয়া প্রতিযোগিতায় অনভিজ্ঞ খেলোয়াড়দের যাচাই করে নেওয়া হতে পারে।