সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। সতীর্থ এবং এটিকে মোহন বাগান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। সেই সঙ্গে উস্কে দিলেন দল বদল করার জল্পনা।
বৃহস্পতিবার সকালে রয় কৃষ্ণা লিখেছেন, “Proud of my brothers’ drive to win against all odds. So privileged to be part of a team that doesn’t give up after getting down. A big thank you to all mariners – your support and love is what drives us. joymohunbagan”।
অর্থাৎ, ‘কঠিন পরিস্থিতি কিংবা পিছিয়ে পড়েও হার না মানা মনোভাব দলের সঙ্গে যুক্ত থাকতে পারে আমি গর্বিত। প্রত্যেক ম্যারিনারকে অসংখ্য ধন্যবাদ- আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের এগিয়ে চলার রসদ।’
এবারের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকেই রয় কৃষ্ণাকে কেন্দ্র করে শুরু হয়েছিল জল্পনা। আগামী মরশুমে আর হয়তো তাঁকে দেখা যাবে না সবুজ মেরুন জার্সিতে। ইস্টবেঙ্গল সহ ইন্ডিয়ান সুপার লিগের অন্য দলও ফিজিয়ান তারকাকে দলে নিতে আগ্রহী বলে শোনা গিয়েছে। অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষ্ণার পরিবার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পক্ষে বলে মনে করা হচ্ছে।