আগামী মরশুমে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে হতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। ইতিমধ্যে একাধিক তারকা ফুটবলার সবুজ মেরুন শিবির ছাড়তে পারেন বলে শোনা গিয়েছে। এই তালিকা আরও দীর্ঘ হতে পারে।
এএফসি কাপের গ্রুপ পর্বে গুরুতর চোট পেয়েছিলেন এটিকে মোহন বাগানের স্প্যানিশ ডিফেন্ডার তিরি। তাঁর চোট সারতে অনেকটা সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুমান, প্রায় সাত থেকে আট মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর পরিবর্ত খুঁজে নিতে পারে ক্লাব, এমন সম্ভাবনার কথা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সম্প্রতি ফুটবল মহলে গুঞ্জন, আগামী দুই তিন মাসের মধ্যে তিরির শারীরিক অবস্থার উন্নতি না হলে বিকল্প কিছু ভাবতে পারে ক্লাব। সেক্ষেত্রে ভালো মানের নতুন বিদেশি খুঁজতে হবে বাগান টিম ম্যানেজমেন্টকে।
এমনিতেও আক্রমণভাগ নতুন করে গোছাতে হবে এটিকে মোহন বাগানকে। ডেভিড উইলিয়ামস মুম্বই সিটি ফুটবল ক্লাবে যোগ দেবেন। তিনি এশিয়ান কোটার ফুটবলার। তাঁর জায়গায় একজন এশিয়ান ফুটবলার বাগানকে সই করাতে হবে। রয় কৃষ্ণার ভবিষ্যত এখনও নিশ্চিত নয়। তিনিও যদি দল বদল করেন সেক্ষেত্রে আক্রমণভাগের প্রধান দুই বিদেশি সামনের মরশুমে এটিকে মোহন বাগানে থাকছেন না। এখনও পর্যন্ত যা জল্পনা তাতে নতুন মরশুমে একাধিক বিদেশিকে সই করাতে হবে এটিকে মোহন বাগানকে।