সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যারাকপুরের সাংসদ (Arjun Singh) অর্জুন সিং। এরপরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য ইস্তফা প্রকাশ করেছেন তিনি৷
সাংসদ পদ থেকে ইস্তফা দিতে দিল্লি যাবেন অর্জুন। সেইসঙ্গে নাম না করে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।
এদিন তৃণমূলে যোগদান করে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। তিনি বলেন, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছি। তাই বিজেপি থেকে ইস্তফা দিয়েছি। অর্জুন বলেন, যেভাবে অতি দ্রুত তিনি কলকাতায় এসে তৃণমূলে যোগদান করেছেন। এভাবেই দিল্লিতে গিয়ে সাংসদ পদ থেকে অব্যহতি দেবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং৷ এরপর বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। দীর্ঘ ৩৮ মাস পর ফের তৃণমূলে ঘর ওয়াপসি হল অর্জুনের। এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করেন তিনি।
উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। দীর্ঘ সময় ধরে জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পরেই যোগদান করলেন অর্জুন৷