তাজ বেঙ্গলে ‘বন্ধু’র সঙ্গে সাক্ষাতে অর্জুন

ভাটপাড়া থেকে তৃণমূলে যোগদানের জন্য রওনা দিয়েছিলেন। সোজা চলে আসেন আলিপুরের অভিজাত হোটেল তাজ বেঙ্গলে। কিন্তু কার সঙ্গে দেখা করলেন অর্জুন সিং৷ অর্জুনি ঘনিষ্ঠরা জানাচ্ছেন,…

Arjun Singh is joining BJP

ভাটপাড়া থেকে তৃণমূলে যোগদানের জন্য রওনা দিয়েছিলেন। সোজা চলে আসেন আলিপুরের অভিজাত হোটেল তাজ বেঙ্গলে। কিন্তু কার সঙ্গে দেখা করলেন অর্জুন সিং৷ অর্জুনি ঘনিষ্ঠরা জানাচ্ছেন, তাজ বেঙ্গলে নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন বন্ধু? কে এই বন্ধু? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী হোটেলে এসে হাজির হয়েছেন। 

Advertisements

রবিবার তৃণমূলে যোগদানের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কথা ছিল, আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ক্যামাক স্ট্রিটের অফিসে যোগদান করবেন তিনি। তার গে ক্যামাক স্ট্রিটে উত্তর ২৪ পরগণার নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রফিকুর রহমানরা।

Advertisements
   

এই তিন নেতাই ভাটপাড়া সংলগ্ন এলাকার দায়িত্বে রয়েছেন। তাঁদের সঙ্গে বিশেষ পরামর্শ সেরে নিতে চাইছেন অভিষেক। তিন নেতার সঙ্গে কথা বলার পরেই অভিষেকের অফিসে আসবেন অর্জুন৷ সেখানেই হবে যোগদান পর্ব।