এটিকে মোহন বাগান থেকে মুম্বই সিটি ফুটবল ক্লাবে যাওয়ার পথে ডেভিড উইলিয়ামস। নিশ্চিত নয় রয় কৃষ্ণার (Roy Krishna) ভাগ্যও। নতুন মরশুমের আগে তাঁকে দলে চাইছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একাধিক দল।
এবারের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকে জল্পনা শুরু হয়েছে রয় কৃষ্ণাকে। এটিকে মোহন বাগান ফিজিয়ান তারকাকে দলে রাখতে ততটা আগ্রহী নয়, এমনটা আগে শোনা গিয়েছে। সম্প্রতিতম খবর অনুযায়ী রয়কে দলে পেতে চাইছেন একাধিক ক্লাব।
তারকা ফরোয়ার্ডকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এছাড়াও শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি এবং ফুটবল ক্লাব গোয়ার নাম। সূত্রের খবর অনুযায়ী, বাগানের গোলমেশিনকে নেওয়ার জন্য একাধিক দল মুখিয়ে রয়েছে।
বৃহস্পতিবার জানা গিয়েছিল যে প্রবীর দাসকেও হয়তো আগামী মরশুমে সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না। একটি সোয়াপ ডিলের মাধ্যমে তিনি যেতে পারেন বেঙ্গালুরুর দলে। এবং বেঙ্গালুরুর দল থেকে বাগানে আসতে পারেন আশিক কুরুনিয়ান।