Hardik quits Congress: বেহাল কংগ্রেস ছাড়লেন হার্দিক, উল্লসিত বিজেপি শিবির

গত কয়েকদিন ধরেই তাঁর গতিবিধি নিয়ে আলোচনা চলছিল। জল্পনার অবসান ঘটালেন হার্দিক নিজেই। কংগ্রেস যুব নেতার ইস্তফায় গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস।…

Hardik Patel quits Congress

short-samachar

গত কয়েকদিন ধরেই তাঁর গতিবিধি নিয়ে আলোচনা চলছিল। জল্পনার অবসান ঘটালেন হার্দিক নিজেই। কংগ্রেস যুব নেতার ইস্তফায় গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। নিজের ট্যুইটারে ইস্তফার কথা জানিয়েছেন হার্দিক প্যাটেল (Hardik Patel )। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি।

   

ট্যুইট করে হার্দিক জানিয়েছেন, অনেক সাহস নিয়ে কংগ্রেস থেকে ইস্তফা দিচ্ছি। আশা করি গুজরাটবাসী এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। আগামী দিনে গুজরাটবাসীর জন্য কাজ করতে পারব। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান করেছিলেন পতিদার আন্দোলনের এই নেতা। কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েও তাঁকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না। সেইসঙ্গে নিজেকে হিন্দুত্ববাদী এবং রামভক্ত বলেওছিলেন। তখন থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা প্রবল হয়।

হার্দিক বলেন, আমরা এই মুহুর্তে ২১ শতকে উপস্থিত হয়েছি। যেখানে কংগ্রেসের একজন মজবুত নেতৃত্বের প্রয়োজন। মানুষ এমন কোনও নেতৃত্বকে চায় যে আগামী দিনে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশের যে কোনও বিষয়ে নিয়ে কংগ্রেসের এগিয়ে আসা উচিৎ ছিল। কিন্তু নেতৃত্বের মধ্যে গুরুত্বের অভাব রয়েছে।

কংগ্রেস মুখপাত্র মনোহর প্যাটেল দাবি করেন মিথ্যে অভিযোগ আনছেন হার্দিক। একাধিকবার আলোচনা তাঁর বিষয়গুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরেই দলত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন হার্দিক।