বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাদের (Rohit Sharma) নিয়ে অবশেষে মুখ খুললেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। চলতি আইপিএলে এই দুই ক্রিকেটারের ফর্ম নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে একেবারেই ধারাবাহিতার মধ্যে নেই কোহলি।
এই দুই তারকা ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে সৌরভ জানিয়েছেন, “আমি একেবারেই এই দুই ক্রিকেটারের ফর্ম নয়ে চিন্তিত নই। ওরা দুজনেই ভালো ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। বিশ্বকাপের অনেকটা দেরী আছে এখনও। ওদের ফর্মে ফেরার ব্যাপারে আমি আশাবাদী। ” সৌরভ মু্ম্বাইয়ের এক দৈনিকে সাক্ষাতকার দিতে গিয়ে এই কথাগুলো বলেছেন।
এবারের আইপিএলে কোহলি ১৩ ম্যাচে ২৩৬ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১১৩.৪৬। একটি পঞ্চাশ রয়েছে খালি। তাঁর আইপিএল কেরিয়ারে এটাই সবথেকে খারাপ পারফরমেন্স। অন্যদিকে রোহিত শর্মার এই আইপিএলে স্ট্রাইক রেট ১২৫.২৯। ১২ ম্যাচে সংগ্রহ করেছেন ২১৮ রান। কোহলির থেকে সামান্য ভালো। একই সঙ্গে পারফরমেন্সের প্রভাব তাঁর অধিনায়কত্বেও পড়েছে বলে মত অনেক ক্রিকেট বিশেষজ্ঞর। এবারের আইপিএলের প্লে অফে জায়গা হয়নি তাঁর দলের।
তবে এইসবের মধ্যেই ফের বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার হওয়া সৌরভের বছর কয়েক আগের একটি ভিডও হঠাৎই ভাইরাল হয়ে গিয়েছে এখন। যেখানে দেখা যাচ্ছে সৌরভ তাঁর প্রিয় একাদশে জায়গা দেননি কোহলিকে।