দেশের প্রায় ১০০ স্টেশনে চালু করা হয়েছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। খুশির খবর, ব্যান্ডেল স্টেশনের (Bandel station) একই ব্যবস্থা চালু করা হচ্ছে। এখানে প্রায় ১০০২ টি রুট চালু করা হবে বলে জানা গিয়েছে। ৩০ মে থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ সময়কার ‘রুট রিলে ইন্টারলকিং সিস্টেম’ বাতিল করে চালু ববে ইআইএস। আগে যা ছিল ম্যানুয়াল এবার সেটাই পুরোপুরি ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে হতে চলেছে। এর জেরে বাড়বে ট্রেনের গতি। শুধু তাই নয়, অনেক বেশি ট্রেন চালানো যাবে রুটে। ইন্ডোর মেন্টেনেন্সে কোনও লোক আর প্রয়োজন হবে না। ফলত ট্রেন দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমবে।
আরও জানা গিয়েছে, রবিবার ব্যান্ডেল স্টেশনে নব নির্মিত ইআইএস কেবিনে ইলেকট্রনিক সিস্টেমের কাজ খতিয়ে দেখেন রেল আধিকারিক ও নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। কেবিনে দু’টি বড় প্যানেল বোর্ড বসানো হয়েছে। যার মাধ্যমে গোটা সিস্টেমটা অপারেট করা হবে।
রেলের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, এর আগেও রেলের নিরাপত্তা ছিল। এখন আরও বেশি নিরাপত্তা পাওয়া যাবে এই ব্যবস্থায়। আগের ব্রিটিশ ইন্টারলকিং ছিল। সেটাই পরিবর্তন করা হচ্ছে। ট্রেন কতদূর গিয়েছে বা আসছে তা মনিটারে দেখা যাবে। ডুয়েল সিস্টেমে কাজ চলবে।