ইস্টবেঙ্গলের (East Bengal Club) হয়ে সকলকে চমকে দিয়েছেন কর্ণ বাগ। হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের সতেরো বছর বয়সী এই তরুণ ৪০০ মিটারের হার্ডল শেষ করেছেন ৫৩.২ সেকেন্ডে। যা নতুন এক রেকর্ড।
ছেলেবেলা থেকেই খেলাধুলোর প্রতি তার ঝোঁক। মাত্র দশ বছর বয়স থেকে মাঠের সঙ্গে কর্ণের যোগযোগ। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে নিয়মিত। এভাবেই তার দৌড় অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে রাজ্য স্তরে।
বাগ পরিবারের সংসারে অর্থ কষ্ট নিত্যকার সঙ্গী। দারিদ্রতার সঙ্গে লড়াই করেই চলে দিন। বাবা বিকাশ বাগ মাছ বিক্রি করেন। সেই টাকা থেকে হাড়িতে ওঠে চাল-ডাল। এর মধ্যেও খেলাধুলোর প্রতি নিজের ভালোবাসাকে কর্ণ কখনও হারিয়ে যেতে দেননি। অভ্যাস করেন নিয়মিত। এক দিন অলিম্পিকেও পদক জিতবে এই তার স্বপ্ন।
সোনা জিতেছেন কর্ণ বাগ। ৪০০ মিটারের দৌড় এবং ৪০০ মিটারের মিক্সড ইভেন্টে পেয়েছে প্রথম স্থান। প্রতিদিন তারিকেশ্বরে যায় অনুশীলনে। ফিরে এসে লেখাপড়া। এ বছর দিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আসন্ডা আদর্শ শিক্ষা সদন থেকে এইচ এস দিয়েছে।