বারুদের স্তূপে বাংলা: রহড়ায় থানার সামনে বিস্ফোরণে মৃত কিশোর

রহড়া থানার কাছে কৌটো বোমা বিস্ফোরণ। মৃত এক কিশোর। মালদহের পর এবার উত্তর ২৪ পরগনা। বারুদের স্তূপে বাংলা। সকালে বিস্ফোরণে কেঁপে যায় রহড়া থানা এলাকা।…

বারুদের স্তূপে বাংলা: রহড়ায় থানার সামনে বিস্ফোরণে মৃত কিশোর

রহড়া থানার কাছে কৌটো বোমা বিস্ফোরণ। মৃত এক কিশোর। মালদহের পর এবার উত্তর ২৪ পরগনা। বারুদের স্তূপে বাংলা।

সকালে বিস্ফোরণে কেঁপে যায় রহড়া থানা এলাকা। এলাকাবাসী হতচকিত হয়ে পড়েন।

বিস্ফোরণের শব্দ লক্ষ্য করে পুলিশ কর্মীরা যান থানা সংলগ্ন একটি বাড়িতে। দেখেন এক কিশোর রক্তাক্ত। তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় ওই কিশোর কে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যায় সে।

মৃতের পরিবার জানায়, এদিন সকালে থানার পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনার পর সেটি নাড়াচাড়া করতে সময় বিস্ফোরণ হয়।

Advertisements

রহড়ায় এই বিস্ফোরণের পর তীব্র উত্তেজনা। কারণ, এমনই ঘটনা বারবার ঘটছে মালদহ জেলায়। কয়েকদিন আগে বিস্ফোরণে পাঁচ বালক জখম হয়।

মালদহ বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত তথ্য নিতে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করেছে।