ডুরান্ড-সুপার কাপ নিয়ে বিরাট আপডেট দিলেন AIFF সচিব

২০২২-২৩ ফুটবল মরশুমে একাধিক বদল আসতে চলেছে ভারতীয় ফুটবল মহলে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সচিব কুশল দাস। Advertisements ২০১৯ সালে যে…

Big updates on Durand and super cup-kushal Das

২০২২-২৩ ফুটবল মরশুমে একাধিক বদল আসতে চলেছে ভারতীয় ফুটবল মহলে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সচিব কুশল দাস।

Advertisements

২০১৯ সালে যে রোডম‍্যাপ তৈরি করা হয়েছিল, তা অনুযায়ী আগামী মরশুমে (২০২২-২৩) আইলিগ জয়ী দল সরাসরি খেলার সুযোগ পাবে আইএসএলে।

   

সম্প্রতি সংবাদ মাধ‍্যম’কে দেওয়া একটি সাক্ষাৎকারে কুশল দাস জানিয়েছেন, “রোডম‍্যাপ আমাদের সকলের কাছেই স্পষ্ট, ২০২৩ সালে আইলিগ জয়ী দল ফ্রাঞ্চাইজি ফি ছাড়া আইএসএলে উঠে আসার সুযোগ পাবে।২০২৩ এ’ও এমনটাই হবে,এরপর আইএসএলে শুরু হবে প্রোমোশন এবং রেলিগেশন।’

Advertisements

২০১৯ সালের অক্টোবর মাসে এএফসিতে উপস্থিত সকল ক্লাবদের সম্মতি নিয়ে এই রোডম্যাপ তৈরি করা হয়েছিল, এতে কোনও রকম পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।

২০২২-২৩ মরশুমে ২০ টি দল,অর্থাৎ আইলিগের ১০ টি দল এবং আইএসএলের ১০টি দল নিয়ে আয়োজিত করা হবে ডুরান্ড কাপ ও সুপার কাপ।আইএসএলের প্রতি দলকে বাধ‍্যতামূলক ভাবেই এই টুর্নামেন্ট খেলতে হবে।