ইতিহাস গড়ার মুখে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শনিবার সন্ধ্যা সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের (I League) ফাইনাল ম্যাচ। গোকুলাম কেরালাকে (Gokulam Kerala) হারাতে পারলেই টুর্নামেন্ট সেরা হবে কলকাতার (Kolkata) অন্যতম প্রধান ক্লাব। তার আগে বড় ঘোষণা ক্লাবের তরফে।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যম মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৭ হাজার ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ক্লাব তাঁবুতে থেকে টিকিট সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি পাস সংগ্রহ করতে পারবেন। ১৩ মে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা এবং ১৪ মে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
সমর্থক, দর্শকদের জন্য কিছু নির্দেশও দেওয়া হয়েছে। স্টেডিয়ামের মধ্যে নিয়ে আসা যাবে না –
- কোনো অস্ত্র
- বাজি পটকা
- দাহ্য বস্তু
- ছাতা
- কালার বোম/ স্মোক বোম
- অশ্লীল বা কুরুচিকর পোস্টার, পতাকা
- মাদক
- লাইভ রেকর্ড করা যাবে না
- স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা নিয়ে আসা যাবে না
- পোষ্য
- ধারালো কোনো জিনিস
- স্প্রে কিংবা পারফিউম
- জলের বোতল।