Mohun Bagan : অনেক আলোচনা হলেও টুটু বসুর বিকল্প বাছতে পারল না মোহনবাগান

চূড়ান্ত করা হল মোহনবাগান (Mohun Bagan) সভাপতির নাম। ঐতিহ্যবাহী ক্লাবের সভাপতির পদে ফের নির্বাচিত টুটু বসু (Tutu Basu)।  Advertisements মনে করে হয়েছিল টুটু বসুর পরিবর্তে…

Mohun Bagan can be an alternative to Tutu Basu

চূড়ান্ত করা হল মোহনবাগান (Mohun Bagan) সভাপতির নাম। ঐতিহ্যবাহী ক্লাবের সভাপতির পদে ফের নির্বাচিত টুটু বসু (Tutu Basu)। 

Advertisements

মনে করে হয়েছিল টুটু বসুর পরিবর্তে নতুন কোনো মুখ নির্বাচিত হতে পারেন এই বিশেষ পদের জন্য। জল্পনায় ঘুরপাক খাচ্ছিল একাধিক নাম। কলকাতা ময়দানে প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনকে নিয়ে চলছিল জোর আলোচনা। 

Advertisements
   

শ্যামল সেন ছাড়াও শোনা যাচ্ছিল সঞ্জীব গোয়েঙ্কার নাম। সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যর নাম-ও উঠে এসেছিল ফুটবল মহলের জল্পনায়। বস্তুত টুটু বসুকেই ফের নির্বাচিত করার সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত। তিনি নিজেও খুব একটা আগ্রহী ছিলেন না বলে ময়দানের একাংশ মনে করেছিলেন। অধিকাংশ সমীকরণ নস্যাৎ করে মোহনবাগান ক্লাবের ফের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টুটু বসু।