চলছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ। আর তারই মধ্যেই কটুক্তি কমেন্ট পড়ল। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে করে নোংরা মন্তব্যে শোরগোল।
এরপরই অভিযোগ জানানো হয় পুলিশকে। কমেন্টে জ্যোতিপ্রিয় মল্লিকের কটুক্তি করে সমালোচনা করেন ওই তৃণমূল কংগ্রেস সমর্থক। অভিযুক্তের পরিচয় জানতে পারা গিয়েছে।
বনগাঁ ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিন্টু ভট্টাচার্য। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই এলাকারই তৃণমূল কর্মী তন্ময় রায়। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ সিন্টু ভট্টাচার্যকে ধরতে তল্লাশি শুরু করেছে।
এদিকে, সিন্টুর ভাইয়ের দাবি, দাদা একটা কমেন্ট করেছিল। সেই কারণে পুলিশ বাড়িতে এসে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করছে।
বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বলেন, একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উন্নয়নের কান্ডারী তিনি। তাঁর বিরুদ্ধে এমন ধরনের কমেন্ট করছে। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।