Cyclone Asani: শক্তি সঞ্চয় করে ওড়িশা ও অন্ধ্রের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়

যত সময় এগোচ্ছে ততই ক্রমশ শক্তি সঞ্চয় করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসানি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে…

"Bengaluru Schools Closed Amid Cyclone Fengal: Karnataka Declares Holidays in Five Districts"

যত সময় এগোচ্ছে ততই ক্রমশ শক্তি সঞ্চয় করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসানি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উপকূল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে ধেয়ে আসছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের (আইএমডি) তরফে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সতর্ক রয়েছে ওড়িশা ও অন্ধপ্রদেশ সরকার। জানা গিয়েছে, উত্তর পশ্চিম অভিমুখে এগোচ্ছে অশনি। আজই পৌঁছবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলের দিকে।

   

ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে অশনি বলে খবর। এদিকে ঘূর্ণিঝড় সঙ্কেতে উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল। দিঘা, বককালিতে মাইকে করে প্রচার চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।