গ্রেনেড হামলা। কেঁপে গেল পাঞ্জাব। মোহালিতে পাঞ্জাব পুলিশের আই বি দফতরে সামনে হামলা হয়েছে। হরিয়ানায় বব্বর খালসা জঙ্গিদের ধরা পড়ার পর ফের হামলা হলো। (PUnjab)
পাঞ্জাবে হামলার পিছনে বব্বর খালসার হাত আছে বলে সন্দেহ।
বিস্ফোরণের শব্দে মোহালি কেঁপে ওঠে। পরে জানা যায় মোহালির সোহানা এলাকায় পাঞ্জাব পুলিশের গোয়েন্দা (আই বি) বিভাগের সামনে গ্রেনেড হামলা হয়েছে।
জানা যাচ্ছে, মোহালিতে পুলিশ গোয়েন্দা বিভাগের ভিতর বিস্ফোরণ ঘটানোর জন্য রকেট লঞ্চার থেকে গ্রেনেড হামলা করা হয়। এতে ভবনটির তৃতীয় তলা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
হামলার পদ্ধতি দেখে এটি জঙ্গি হানা বলেই মনে করা হচ্ছে। সন্দেহ সেই বব্বর খালসা গোষ্ঠীর উপরেই। সম্প্রতি তাদের যে কয়েকজন জঙ্গি ধরা পড়ে পাঞ্জাব ও হরিয়ানায় তাদের বয়ানে বড়সড় হামলার পরিকল্পনা জানতে পারে গোয়েন্দা বিভাগ।