২০২৪-এর লোকসভা ভোটের বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দু’দিনের আসাম (Assam) সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমিনগাঁওয়ে আদমশুমারি ভবন পরিদর্শন ও উদ্বোধন করেন।
এদিন গুয়াহাটির আমিনগাঁওয়ে আদমশুমারি অফিস এবং এসএসবি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ” আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসন্ন আদমশুমারি, যা কোভিডের কারণে স্থগিত রয়েছে, এটি একটি ই-আদমশুমারি হবে। আর এর ভিত্তিতেই আগামী ২৫ বছরের উন্নয়নের রোডম্যাপ তৈরি করা হবে।”
আগামী ২৫ বছরের জন্য দেশের উন্নয়ন পরিকল্পনার ভিত্তি তৈরি করে ই-সেনসাস শতভাগ জনগণনা নিশ্চিত করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, করোনা সঙ্কটের অবসানের সঙ্গে সঙ্গে দেশজুড়ে ডিজিটাল জনসংখ্যা গণনার প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, ২০২৪ সালের আগেই ডিজিটাল আদমশুমারির প্রক্রিয়া সম্পন্ন হবে। মোদী সরকার এতে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের আগস্ট মাসের মধ্যে দিল্লির রাষ্ট্রীয় জনতা ভবন তৈরির কাজ শেষ হবে।
অমিত শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে। হাইটেক, ত্রুটিমুক্ত, বহুমুখী আদমশুমারি অ্যাপটি জন্ম, মৃত্যু, পারিবারিক অর্থনৈতিক অবস্থার মতো সমস্ত ব্যক্তিগত তথ্য আপডেট করতে সক্ষম হবে। এতে করে সাধারণ মানুষকে সরকারি অফিস ঘুরে ঘুরে আর ঝক্কি পোহাতে হবে না।