East Bengal : মহামেডানের এই বাঙালি ফুটবলারকে চাইছে ইস্টবেঙ্গল

দল গোছানোর কাজে সক্রিয় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) এক তরুণ মিডফিল্ডারকে দলে নিতে চাইছেন কর্তারা। ইস্টবেঙ্গলের যুব দলেও এক সময়…

East Bengal : মহামেডানের এই বাঙালি ফুটবলারকে চাইছে ইস্টবেঙ্গল

দল গোছানোর কাজে সক্রিয় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) এক তরুণ মিডফিল্ডারকে দলে নিতে চাইছেন কর্তারা। ইস্টবেঙ্গলের যুব দলেও এক সময় ছিলেন এই ফুটবলার ।

এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহামেডান স্পোর্টিং ক্লাবের সঞ্জীব ঘোষকে দলে নিতে আগ্রহী লাল হলুদ কর্তারা। আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ সহ একাধিক টুর্নামেন্টে দল নামানোর ইচ্ছা রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। সেই কথা মাথায় রেখে সঞ্জীবকে তাঁরা দলে নিতে চাইছেন।

   

সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, একুশ বছর বয়সী সঞ্জীবকে সই করানোর খুব কাছে রয়েছে ইস্টবেঙ্গল। দুই বছরের জন্য করা হতে পারে চুক্তি।

তরুণ বয়সে ইস্টবেঙ্গলের নজরে পড়েছিলেন তাঁর খেলা। পরে নেওয়া হয়েছিল ক্লাবের অনূর্ধ্ব ১৬ দলে। ২০১৯ সালে মহামেডান সঞ্জীব ঘোষকে দলে নিয়েছিল। শুরুর দিকে দ্বিতীয় ডিভিশনের আই লিগের জন্য নির্বাচিত করা হয়েছিল এই ফুটবলারকে। পরে আই লিগের মূল পর্বে খেলেছেন বেশ কিছু ম্যাচ।

Advertisements