মরশুমের শুরুর ফর্ম মরশুমের শেষের দিকেও অব্যাহত। চলতি মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) অন্যতম নায়ক। আই লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আপাতত সবার আগে রয়েছেন মার্কোস জোসেফ। এছাড়াও ইতিমধ্যে একাধিক সাফল্য মার্কোস জোসেফের ( Marcus Joseph)।
এবারের আই লিগের শুরু থেকে গোলের পর গোল করেছেন মার্কোস জোসেফ। মাঝে কয়েকটি ম্যাচে কিছুটা নিষ্প্রভ ছিলেন। সাময়িক গোল খরা কাটিয়ে ফের ছন্দে ফিরেছেন। এখনও পর্যন্ত পনেরোটি গোল রয়েছে তাঁর নামের পাশে। সবথেকে বেশি গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাউন্ড গ্লাস পাঞ্জাব ফুটবল ক্লাবের কর্তিস ওয়েন। এখনও পর্যন্ত তেরোটি গোল করেছেন তিনি। গোকুলাম কেরালা দলের ফরোয়ার্ড লুকা ম্যাজসেনও দেগেছেন তেরোটি গোল।
আরও পড়ুন: I League : মহামেডানের এই বিদেশি হার মানাবে আইএসএল-এর বহু তারকাকে
প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রেও মার্কোসের জুরি মেলা ভার। আই লিগে এখনও পর্যন্ত ৫৩ টি শট তিনি নিয়েছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থানা ওয়েন নিয়েছেন ৪৯ টি শট।
আই লিগ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মরশুম করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার সম্ভবত সাদা কালো শিবিরে লিগ সেরার শিরোপা প্রবেশ করবে না। ট্রফি জয়ের থেকে আর মাত্র এক পয়েন্ট দূরে রয়েছে গোকুলাম কেরালা। মহামেডান খেতাব জিততে না পারলেও দলের কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত পরিসংখ্যান লেখা থাকবে ইতিহাসের পাতায়।
পরিসংখ্যান অনুযায়ী মহামেডানের হয়ে এক মরশুমে ইতিমধ্যে তিরিশটি গোল করেছেন মার্কোস। কলকাতা ফুটবল লিগে জিতে ছিলেন গোল্ডেন বুট। ডুড়ান্ড কাপেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা।