বঙ্গোপসাগর থেকে হু হু করে ছুটে আসবে ঝড়। এই ঘূর্ণিঝড়ের সতর্কতা (Cyclone Alert) জারি হয়েছে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। সাগর উত্তাল হওয়ায় সতর্ক থাকতে বলা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশকে।
ভারতের মতো বাংলাদেশ আবহাওয়া অধিদফতর উপকূল এলাকায় জারি করেছে সতর্কতা। বঙ্গোপসাগর তীরে বাংলাদেশের বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সব উপকূলীয় এলাকায় মাছ ধরা সাময়িক বন্ধ।
ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি দেখছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগ। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম অংশ) একটি নিম্নচাপ ও নিম্নচাপ কেন্দ্রে বাতাসের সুস্পষ্ট ঘূর্ণন সৃষ্টি হয়েছে। এর থেকে ঘূর্ণিঝড় জন্ম নেবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, শুক্রবার তৈরি হয়েছে লঘুচাপ। যা আগামী কয়েকদিনে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর য নাম হবে ‘অশনি’।
কিন্তু ঝড়ের নাম কখন স্থির হবে?
সাগরে তৈরি হওয়া নিম্নচাপ কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বায়ুর গতিবেগ ঘণ্টায় ৬৪ কিলোমিটারের বেশি উঠলে নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় ‘অশনি’ নামকরণ করা হবে।
বঙ্গোপসাগরের দুই উপকূলীয় দেশ ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগ ঝড়ের গতিবেগ পর্যালোচনা করছেন। তারা বলছেন দক্ষিণ আন্দামান ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের যে লঘুচাপ তৈরি হয়েছিল সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে আগামী ৮ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।