মমতার প্রার্থীকেই সমর্থন, রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া গরম

মোদীকে রুখতে পরবর্তী ধাপে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চলেছে বিরোধীরা। যা নিয়ে দিল্লিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার প্রার্থী…

মমতার প্রার্থীকেই সমর্থন, রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া গরম

মোদীকে রুখতে পরবর্তী ধাপে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চলেছে বিরোধীরা। যা নিয়ে দিল্লিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার প্রার্থী সমর্থনে এগিয়ে এল সমাজবাদী পার্টি। মমতার প্রার্থীকে চোখ বুজে সমর্থন করতে চায় অখিলেশ যাদবের দল৷

Advertisements

বিরোধী জোটের সূত্রে খবর, কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা দেখে এবার কংগ্রেস মনোনীত কাউকে বেছে নেওয়ার আগেই মমতা রাষ্ট্রপতি পদে মনোনীত করতে চান শরদ পাওয়ারকে৷ সেক্ষেত্রে কংগ্রেস বিরোধী আপ, টিআরএস, এনসিপি এবং এসপির সমর্থন যেমন পাওয়া যাবে, তেমনই বিরোধী ঐক্যের বিশেষ বার্তা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

   

রাজনৈতিক মহলের ধারণা, সাংসদ এবং বিধায়কের সংখ্যা অনুযায়ী বিজেপি মনোনীত প্রার্থীই জয় নিশ্চিত। সেই দৌড়ে রয়েছেন বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামও কানাঘুষো শোনা যাচ্ছে। তবে মোদী সরকারকে বিরোধী ঐক্য নিয়ে বার্তা দিতেই বিশেষ পরিকল্পনা করছে বিরোধী শিবির৷ যদিও এখনও নাম নিয়ে চুড়ান্ত কিছুই ঘোষণা করেনি কেউই।

Advertisements

তবে বেশ কয়েকটি দল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলেছেন। জোট নিয়ে আপ যেমন ডিএমকের সঙ্গে আলোচনা করেছে, তেমনই কংগ্রেসের সঙ্গে আলোচনার দায়িত্ব স্ট্যালিনকে দেওয়া হয়েছে। একইসঙ্গে টিআরএসের সঙ্গে এবিষয়ে আলোচনা করেছে শিবসেনা। এখন সব দলগুলিকে একযোগে এসে বৈঠক করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি।