ফের সেজে উঠতে পারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) তাঁবু। বিশিষ্ঠ অতিথিদের আগমনে সরগরম হতে পারে ময়দান। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইস্টবেঙ্গল ক্লাব। আগামী দিনে হতে পারে একটি অনুষ্ঠান।
ক্লাবের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তির বিষয়ে লেখা রয়েছে, “টিম আই.এফ.এ এবং বাংলার ফুটবলারদের চা-চক্রে আমন্ত্রণ”।
![East Bengal](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/20220507_000521.jpg)
ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের সই করা বিজ্ঞতিতে লেখা রয়েছে, “আমরা চাইছি টিম আই.এফ.এ এবং বাংলার ফুটবলারদের এই সাফল্যের সঙ্গে নিজেদেরকেও সংযুক্ত করতে। তাই আপনাদের নির্ধারিত দিনেই, সন্ধ্যাকালে, আমাদের ক্লাব তাঁবুতে আই.এফ.এ’র সাথে যুক্ত সকলকে এবং বাংলার ফুটবলারদের চা-চক্রে আমন্ত্রণ জানালাম।” একই সঙ্গে লেখা, “মাননীয় ক্রীড়ামন্ত্রীকেও আমন্ত্রণ জানাবো।”
অর্থাৎ ক্লাব কর্তাদের ভাবনায় চা-চক্রের কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেও সেজে উঠেছিল ইস্টবেঙ্গল ক্লাব। তারকা সমাগমে কলকাতা ময়দানে ছিল উৎসবের আমেজ। সে’দিন শতাব্দী প্রাচীন ক্লাবে বাংলাদেশ থেকে এসেছিলেন বিশেষ অতিথিরা। এরপর থেকেই আরও জোরদার হয়েছিল বসুন্ধরা সম্ভাবনা।