শাহি সফরের মাঝে অর্জুনের রহস্যজনক মৃত্যু

দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরই মাঝে কাশীপুরে এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল এলাকা। মৃত…

BJP

দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরই মাঝে কাশীপুরে এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল এলাকা। মৃত বিজেপি কর্মীর নাম অর্জুন।

জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে তাঁর পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকি দেহ উদ্ধার করতেও বাধা দেন বিজেপি কর্মীরা ও এলাকাবাসীরা বলে অভিযোগ।

এদিকে মৃতের পরিবারের গুরুতর অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকে অর্জুনকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃত ওই বিজেপি নেতার পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। যদিও মেলেনি কোনও সুইসাইড নোট।

Advertisements

এলাকাবাসীদের দাবি, যতক্ষণ না পুরোপুরি তদন্ত হচ্ছে, ততক্ষণ দেহ তোলা যাবে না। ঘটনাস্থলে আসে লালবাজার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা তথা উত্তর কলকাতার সভাপতি কল্যাণ চৌবে। বিক্ষোভ সামলানোর চেষ্টা করেন পুলিশ কর্তারা। ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা।