খেলার মাঠে ভালোবাসার মানুষকে ‘প্রপোজ’ (Girl Proposes To Boyfriend) করার ঘটনা একেবারেই নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সফর চলাকালীন গ্যালারিতে অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব দেন ভারতীয় এক যুবক। আর এবার আইপিএল-এ দেখা গেল একেবারে উল্টো ছবি।
বুধবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যাঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন এক তরুণের সামনে হাঁটু মুড়ে বসে রিং দিয়ে প্রেমের প্রস্তাব দিলেন এক তরুণী। উত্তরে ‘ইয়েস’ বললেন তরুণ। যিনি নিজেও আরসিবির ফ্যান। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই জুটির ছবি ও ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ১১ তম ওভারে হাঁটু মুড়ে বসে এক তরুণকে প্রপোজ করছেন তরুণী।
তরুণ ‘ইয়েস’ বলার পর তরুণী তাঁকে আংটি পরিয়ে দেন। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন। দু’জনেই আবার আরসিবির ভক্ত। তরুণ বিরাট কোহলিদের আরসিবি-র জার্সি পরেছিলেন। ব্যাঙ্গালোরের জার্সি না পরলেও বিরাটদের সঙ্গে ‘ম্যাচিং’ থাকা লাল জামা এবং কালো প্যান্ট পরেছিলেন তরুণী।
প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর, তার হাস্যকর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পরিচিত। এই ঘটনায় জাফর বলেছেন যে মেয়েটি তার জীবনসঙ্গী হিসাবে একজন আরসিবি ভক্তকে বেছে নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জাফর টুইট করে বলেন, “স্মার্ট মেয়ে একজন আরসিবি ফ্যানকে প্রস্তাব দিচ্ছে। তিনি যদি আরসিবির প্রতি অনুগত থাকতে পারেন, তবে তিনি অবশ্যই তার সঙ্গীর প্রতি অনুগত থাকতে পারবেন, ভাল থাকুন।”