BJP: মমতাকে রাজ্যের অসফল মুখ্যমন্ত্রীর তকমা সুকান্তর

ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে বুধবার প্রতিবাদের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি শিবির। এদিন বুধবার রানী  রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদী মঞ্চ গড়ে তোলা হয়েছিল বিজেপি (BJP) শিবিরের তরফ…

BJP: মমতাকে রাজ্যের অসফল মুখ্যমন্ত্রীর তকমা সুকান্তর

ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে বুধবার প্রতিবাদের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি শিবির। এদিন বুধবার রানী  রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদী মঞ্চ গড়ে তোলা হয়েছিল বিজেপি (BJP) শিবিরের তরফ থেকে। ধর্মতলায় শহীদ স্মরণে জনপ্রতিনিধিরা অনশন-অবস্থান করেন। এদিন বিরোধীতার মাঝেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) একমঞ্চে দেখা যায়।

Advertisements

এদিন মমতার সরকারকে এক হাত নিয়ে বিজেপির সুকান্ত মজুমদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্যের সবথেকে অসফল মুখ্যমন্ত্রী। তৃণমূলের রাজত্বে বাংলায় আইনশৃঙ্খলা নেই। রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়েছে। এই রাজ্যে যেভাবে বিরোধী দলের ওপর হামলা হয়, এরকম অন্য কোথাও হয় না।’

Advertisements
   

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলার কথা বলছেন, অথচ চাকরি প্রার্থীরা ধর্মতলায় অনশন করছেন। বেকারদের ব্যাথা বুঝবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানে কোথায় লেখা আছে বিরোধী দলকে মনোনয়ন দিতে দেওয়া যাবে না। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না। বাংলার মানে বাণিজ্য নয়, বাংলার মানে বগটুই।’