Cyclone Alert: ক্রমশ সুন্দরবনের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়

ঝড়-বৃষ্টির মাঝে আবারও এক সুপার সাইক্লোনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই নামহীন ঘূর্ণিঝড়।     শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরে…

short-samachar

ঝড়-বৃষ্টির মাঝে আবারও এক সুপার সাইক্লোনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই নামহীন ঘূর্ণিঝড়।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এরপর ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে বলে আশঙ্কা। এরপর আগামী ৮-১০ মে-এর মধ্যে ফের সুন্দরবনে আছড়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ দক্ষিণাঞ্চলের ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ রয়েছে। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।

আগামী ৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের ফলে পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন হেরফের হবে না।