#Afghanistan
নি়উজ ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথম ক্রিকেট দল পাঠিয়েছে তালিবান। আফগান অনুর্ধ ১৯ জাতীয় দল শনিবার ঢাকায় পৌঁছায়। তাদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি একদিনের এবং একটি চারদিনের ম্যাচ খেলবে অতিথিরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সব ম্যাচ অনুষ্ঠিত হবে ১০-২৫ সেপ্টেম্বর।
গত ১৫ আগস্ট দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। এর পরেই তারা জানায়, ক্রিকেট নিয়ে বিশেষ চিন্তা রাখা হয়েছে। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রথম তালিবান সরকারের আমলে ক্রিকেট ছিল নিষিদ্ধ।
এদিকে তালিবান প্রেরিত আফগান ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর নিয়ে তীব্র কৌতুহলের কেন্দ্রে বাংলাদেশ। দলটির খেলোয়াড়দের বিষয়ে জানতে তৈরি হয়েছে কৌতুহল। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের ম্যাচগুলিতে ত্রিকেটের থেকেও বেশি আলোচিত হবে তালিবান অধিকৃত দেশের খেলোয়াড়দের দেখা। দ্বিতীয় বার তালিবান শাসনের আগে গত কুড়ি বছরে আফগানিস্তানের ক্রিকেট ক্রমে শক্তিশালী হয়েছে। বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ তারা জয়ী হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)জানাচ্ছে, তালিবান নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই আফগান ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, আফগান যুব দলের আটজনের প্রথম গ্রপ শনিবার এসেছে। বাকি খেলোয়াড়রা আসবে দুটি গ্রুপে ভাগ হয়ে। ২০২০ ফেব্রয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর বাংলাদেশের যুবদের এটাই প্রথম কোনও সিরিজ খেলা। তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। সেটা কেটেছে। আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে।