East Bengal : আইএসএল-এ দারুণ খেলতে পারেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার

অনেক স্বপ্ন দেখিয়েছে এবারের বাংলা দল। তেত্রিশতম সন্তোষ ট্রফি জিততে না পারলেও রাজ্য ফুটবলের জন্য দেখিয়েছে একাধিক ইতিবাচক দিক। স্কোয়াডে এমন বহু ফুটবলার রয়েছেন যাঁরা…

east bengal

অনেক স্বপ্ন দেখিয়েছে এবারের বাংলা দল। তেত্রিশতম সন্তোষ ট্রফি জিততে না পারলেও রাজ্য ফুটবলের জন্য দেখিয়েছে একাধিক ইতিবাচক দিক। স্কোয়াডে এমন বহু ফুটবলার রয়েছেন যাঁরা তারকা হতে পারেন আগামী দিনে। সেই সঙ্গে প্রচুর সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে। 

Advertisements

সন্তোষ ট্রফি টুর্নামেন্টে বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন মহিতোষ রায়। প্রতিযোগিতার প্রথম ম্যাচ থেকে দৌড়ে গিয়েছেন টানা নব্বই মিনিট। পায়ের স্কিল, চোরা গতিতে বারংবার মুগ্ধ করেছেন ফুটবল প্রেমীদের।

   

আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে তিনি নিশ্চিত। মাঠে নামবেন লাল হলুদ জার্সি পরে। বাংলা দলের হয়ে মহিতোষের পারফরম্যান্স লাল হলুদ সমর্থকদেরও চোখে পড়েছে।

Advertisements

সামাজিক মাধ্যমে মহিতোষকে আলোচনায় চলছে। ইস্টবেঙ্গলে ভালো কোনো কোচের হাতে পড়লে হয়তো নিজেকে অন্য উচ্চতায় মেলে ধরতে পারবেন এই বঙ্গ তনয়। আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা। মনে করা হচ্ছে ঘরোয়া টুর্নামেন্টে উঠতি ফুটবলারদের দেখে নেওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগের জন্য চূড়ান্ত দল গড়বেন কর্তারা। প্রিয় ক্লাবের আইএসএল ক্লাবে ইতিমধ্যেই মহিতোষকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। আশা, ভালো খেলবেন তিনি।