মাস্ক ব্যবহারের পরামর্শ রাষ্ট্রপতির

দেশের করোনা (Covid 19) পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই মারণ ভাইরাস সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই মানুষকে আরও কিছুদিন সতর্ক থাকতে হবে। করোনাজনিত যে সমস্ত নীতি…

মাস্ক ব্যবহারের পরামর্শ রাষ্ট্রপতির

দেশের করোনা (Covid 19) পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই মারণ ভাইরাস সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই মানুষকে আরও কিছুদিন সতর্ক থাকতে হবে। করোনাজনিত যে সমস্ত নীতি নির্দেশিকা রয়েছে তা মানুষকে মেনে চলতে হবে। এদিন দিল্লিতে এক সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এই মন্তব্য করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath Kovind)।

Advertisements

আরও একবার মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দিল্লিতে করোনা ফের বাড়ছে। এখানে বহু মানুষ নিয়মিত আসা-যাওয়া করেন। তাই সকলকে আরও সতর্ক থাকতে হবে।

   

রাষ্ট্রপতি বলেন, করোনা প্রতিরোধ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ও নিয়মকানুন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

করোনার মোকাবিলায় দেশের চিকিৎসক মহল যেভাবে কাজ করেছে তার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

Advertisements

করোনা নিয়ে রাষ্ট্রপতি যখন সতর্ক করছেন সেদিনই ভারতে প্রথম মিলল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সই-র হদিশ। ভারতীয় সার্স কোভ-২ জিনোমিক্স সিকোয়েন্সিং কনসোর্টিয়াম দেশের প্রথম এক্সই ভ্যারিয়েন্ট সংক্রমণের কথা স্বীকার করেছে। তবে কোথায় সংক্রমণ ঘটেছে তা এখনও প্রকাশ করা হয়নি। এর আগে মহারাষ্ট্র এবং গুজরাট থেকে দু’টি এক্সই ভ্যারিয়েন্ট মেলার খবর মিলেছিল। কিন্তু বিষয়টি নিয়ে সঠিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।

গোটা বিশ্বে করোনার বেশ কয়েকটি সাব ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। যার মধ্যে ওমিক্রনকে সবথেকে বেশি সংক্রামক বলে চিহ্নিত করা হচ্ছে। করোনার হাত থেকে বাঁচতে চিকিৎসক মহল টিকাকরণেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন।