East Bengal : মাদ্রিদে খেলা ফুটবলারের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল

নামকরা ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এক ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছে ক্লাব।  Advertisements মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এবং…

East Bengal Club

নামকরা ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এক ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছে ক্লাব। 

Advertisements

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, আলবার্তো নাগুয়েরার সঙ্গে যোগাযোগ রেখেছেন লাল হলুদ ক্লাব কর্তারা। আলবার্তো এখন ভারতীয় ফুটবলে পরিচিত একজন ফুটবলার। খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলে। 

   

আলবার্তো নাগুয়েরার যুব কেরিয়ার শুরু গেতাফে ক্লাব থেকে । এরপর একাধিক নাম করা ক্লাবে তিনি খেলেছেন। যার মধ্যে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই দলের সি, বি এবং মূল দলের হয়েও মাঠে নেমেছিলেন এক সময়।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় ফুটবল আঙিনায় আলবার্তো এসেছিলেন ২০২০ সালে। গোয়া ছাড়া ভারতের অন্য কোনো দলে এখনও খেলেননি। গোয়ার হয়ে প্রায় চল্লিশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বত্রিশ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডারের।