রাজ্যে চপ শিল্প ছাড়া আর কোনও শিল্প নেই: সুকান্ত মজুমদার

ফের একবার রাজ্যের একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ক্রমশ রাজ্যে বাড়ছে বেকারত্বের…

রাজ্যে চপ শিল্প ছাড়া আর কোনও শিল্প নেই: সুকান্ত মজুমদার

ফের একবার রাজ্যের একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ক্রমশ রাজ্যে বাড়ছে বেকারত্বের হার। গত ৬ বছর ধরে এসএসসির কোনও বিজ্ঞপ্তি বের করা হয়নি। এমনকি রাজ্যের শিল্প নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা। তিনি জানান, রাজ্যে বর্তমানে চপ শিল্প ছাড়া আর কোনও শিল্প নেই। পাশাপাশি বেকারত্বের হার তুলে ধরেন তিনি।

Advertisements

রাজ্যে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ৬.২ শতাংশ। বর্তমানে রাজ্যে সিন্ডিকেট কাটমানির মুখ্য ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আগে প্রতিবছর টেট-এসএসসি পরীক্ষা হত, নিয়োগ হত, কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ। এমনকি মা ক্যান্টিনের জন্যে বেআইনিভাবে টাকা তোলা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যে ঋণের বোঝা এখন ৫.৮৬ লক্ষ কোটি টাকা। একইসঙ্গে সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়। তৃতীয়বার বাংলার মসনদে বসার পর তার অনুপ্রেরণায় তার দলের কর্মীরা ক্রমশ ধর্ষণের মতো ঘটনা বাড়িয়ে চলেছে।

Advertisements
   

বর্তমানে রাজ্যের প্রায় প্রতিদিনই ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে অর্থাৎ এর থেকেই পরিষ্কার বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে মহিলাদের ওপর অত্যাচারের সঠিক কি পদক্ষেপ হতে পারে তার কোন নিদান পাওয়া যাবে না। স্বাস্থ্য সাথীর নামেও রাজ্য সরকার করেছে দুর্নীতি। কারণ রাজ্যের একাধিক হাসপাতলে মোট টাকা মিলিয়ে রাজ্য সরকারের থেকে পাবে ১৩০ কোটি টাকা। পাশাপাশি বিজেপি নেতা জানিয়েছেন, এরপর আর কোন কোন দুর্নীতি দেখতে হবে সেই অপেক্ষায় রয়েছি। কারণ নারী নির্যাতন যা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে রাজ্য। এছাড়াও রয়েছে একাধিক ইস্যু।