Indian Football : কোচিতে জোর কদমে চলছে অনুশীলন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। তার আগে নিজেদের গুছিয়ে নেওয়ার পালা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন কুড়ি জন দৃষ্টিহীন ফুটবলার।
সামনের সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের সিরিজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আয়োজক ইংল্যান্ড ফুটবল নিয়ামক সংস্থা। মে মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বল গড়াবে বার্টনের সেন্ট জর্জ পার্কে।
আরও পড়ুন: East Bengal Club : আইএসএল-এর এই দলের একাধিক ফুটবলারের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল
ব্লাইন্ড ফুটবলের উন্নতির স্বার্থে হতে চলেছে এই সিরিজ। ভারত খেলবে ইংল্যান্ডের যুব দৃষ্টিহীন দলের বিপক্ষে। ভারতের সামনে লক্ষ্য অক্টোবরের এশিয়ান প্যারা গেমস এবং নভেম্বরের এশিয়ান চ্যাম্পিয়নশিপ।
![Indian Football](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/IMG-20220502-WA0007.jpg)
ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল অ্যাসসিয়েশনের হেড কোচ এবং ক্রীড়া নির্দেশক সুনীল ম্যাথিউ বলেছেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এসেছে। আমাদের অ্যাকাডেমি ট্রেনিং ক্যাম্পে প্রস্তুতি চলছে। গামা ফুটবল গ্রাউন্ডে আমার নিজেদের প্রস্তুত করছি।’