এই সব ললিপপ দেখিয়ে কোনও লাভ হবে না। বহু ললিপপ আমরা দেখেছি। আমরা আসল ‘চটকলিয়া’ আছি৷ আমার জন্ম চটকলে। চটকলে রাজনীতি শিখেছি। চটকলে অনেকে অনেক কথার পর পিছিয়ে যায়। তাই আন্দোলন চলবে ব্যাপকভাবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় অর্জুন সিং (Arjun Singh)।
গত কয়েকদিন ধরেই চটকলগুলির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। এমনকি জুট কর্পোরেশনের অফিসের সামনে ধর্নার হুঁশিয়ারি দেন অর্জুন৷ চিঠি দেন মমতা সহ অসম, ওড়িশা, বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
শনিবার অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠকে রাজি হন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল৷ অনেকেই মনে করেছিলেন এবার হয়তো অর্জুনের মানভঞ্জন হবে৷ বৈঠকের পর অর্জুন সিং বলেন, বস্ত্র দফতরের সচিবের সঙ্গে কথা হয়েছে। সমস্ত পয়েন্ট ধরে আলোচনা হবে। কিন্তু সমান্তরাল আন্দোলন জারি রাখার কথাও জানিয়েছেন তিনি।
এটা অর্জুন সিংয়ের অবস্থান। তিনি এবিষয়ে বলবেন। এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তবে অর্জুনের জন্য দ্বার খুলে দিয়েছেন দোলা সেন, কুণাল ঘোষরা। দ্বন্দ্ব মিটিয়ে দলে আহ্বান জানিয়েছেন মদন মিত্রও। তাই অর্জুনকে নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।