ATK Mohun Bagan : আগামী মরশুমেও বাগানে থাকছেন এই বিদেশি

দলবদলের বাজারে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নাম খুব একটা শোনা যাচ্ছে না। ক্লাব সমর্থকদের মধ্যে কৌতূহল থাকলেও তাঁবুর বাইরে পাওয়া যাচ্ছে না বড় কোনো…

ATK Mohun Bagan

দলবদলের বাজারে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নাম খুব একটা শোনা যাচ্ছে না। ক্লাব সমর্থকদের মধ্যে কৌতূহল থাকলেও তাঁবুর বাইরে পাওয়া যাচ্ছে না বড় কোনো খবর। তবে চুপচাপ বসে নেই টিম ম্যানেজমেন্ট। চুপিসারে ঠিকই নিজেদের কাজ করে চলেছেন কর্তারা। আগামী মরশুমে দলের সঙ্গে থাকবেন আয়ারল্যান্ডের ফুটবলার।

Advertisements

আরও পড়ুন: East Bengal : গোয়ার এই মিডফিল্ডারের সঙ্গেও কথা শুরু করেছে ইস্টবেঙ্গল

   

এটিকে মোহন বাগান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কার্ল ম্যাকহিউ। স্কোর বোর্ডে নিজের নাম কিংবা চোখ ধাঁধানো ফুটবল না খেললেও নিজের দায়িত্ব পালন করে এসেছেন যথাযথ। এবারের শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগেও ছিলেন ধারাবাহিক।

মনে করা হচ্ছে কার্লের ওপর আস্থা রাখছে সবুজ মেরুন শিবির। সামনের মরশুমে তিনি মাঠে নামবেন সবুজ মেরুন জার্সিতে।

Advertisements

আরও পড়ুন: Sports News : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবে কোচ হতে পারেন কিবু ভিকুনা

আয়ারল্যান্ডের বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন একাধিক ম্যাচ। অনূর্ধ্ব ১৭, ১৯ এবং ২১ দলে তিনি খেলেছেন। ক্লাব কেরিয়ারে এটিকে এবং এটিকে মোহন বাগান ছাড়া আগে খেলেছেন রিডিং, ব্র্যাডফোর্ড সিটির সহ একাধিক ক্লাবে।