লিভ-ইন, এই শেষ। সংসার বাঁধার স্বপ্ন সত্যি হল না এই জুটির ( Sohini-Ranojoy )। সোহিনির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ছড়িয়েছে জল্পনা, ভাঙন ধরেছে রণজয়-সোহিনি সম্পর্কের। সম্প্রতি সোহিনি লিখেছেন, ‘আমি সিঙ্গেল। আর এই একাকীত্ব থাকার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি’। এখানেই শেষ নয়।
একই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘সময় থাকতে ভুল শুধরে নেব, না হলে পরে অন্যায় হবে’। অভিনেত্রী এমন স্ট্যাটাস ঘিরেই শুরু হয়ে নানান কথা। অনেকে বলছেন, চিড় ধরেছে সোহিনি-রণজয় সম্পর্কে। আবার কারও মতে, সোহিনি তো কোথাও রণজয়ের নাম উল্লেখ করেননি। কেন মনে করা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক নেই। তবে এসম্পর্কে মুখে কুলুপ এঁটে আছেন দু’জনেই। কেউই কোনও মন্তব্য করছেন না।
রুদ্রিকের সম্পর্কে অজানা তথ্য ফাঁস করতে চলেছেন অভিনেতার মা
কিছুদিন আগে সংবাদমাধ্যমকে রণজয় জানিয়েছিলেন, ‘ আমরা সেমি-লিভইন করি। ‘কখনও ও আমার বাড়িতে চলে আসে, কখনও আমি ওর বাড়িতে চলে যাই। কখনও যে যার মতো থাকি। আর আমাদের পরিবারও এ ব্যাপারে খুব উদার মানসিকতার। আমরা একে অপরকে পছন্দ করি, একসঙ্গে চলতে চাই, সেটাকে সকলে সম্মান করে।’
সোশ্যাল মিডিয়ায় ফাঁস গায়িকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও
তিন বছর হয়ে গেল সম্পর্কের রয়েছে এই জুটি ( Sohini-Ranojoy ) । শোনা গিয়েছিল খুব তাড়াতাড়ি খাতায় কলমে দম্পত্তি হতে চলেছেন সোহিনি ও রণজয়। অভিনেতা বলেছিলেন, ‘খুব সাদামাঠা ভাবে বিয়ে করার ইচ্ছে।আসলে আমরাও খুব সিম্পল। আমরা অভিনেতা। ‘স্টার’ হয়ে দূরের আকাশের নক্ষত্র হতে চাই না, মানুষের মাঝে মাটির কাছাকাছি থাকতে চাই। যে মানুষদের জন্য আমাদের কাজ, তাঁদের সঙ্গে জুড়ে-জুড়ে থাকতে ভালবাসি।’